জেলা সমাজসেবা কার্যালয়, পাবনা সমাজসেবা অধিদফতরের জেলা পর্যায়ে একটি আঞ্চলিক অফিস। সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদপ্তর দারিদ্র বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করছে। জেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধীত্বকারী হিসেবে জেলা সমাজসেবা কার্যালয় অধীন দপ্তরসমূহরের মাধ্যমে ৭৪২৪৬ জন বয়স্ক ভাতাভোগী, ৩৩৯৮৫ জন বিধবা, স্বামী নিগৃহিতা ভাতাভোগী এবং ২৪৫৪৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, ৯৬২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি, ৪৩৫ জন দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা, ১৬ জন হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতা, ১৮৮ জন দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, ১০ জন হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি মোট ১৩৪৩৮৭ জন ভাতাভোগী’র নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে । সকল ভাতাভোগীর ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। জেলা পর্যায়ে ০১ টি জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস